সাগরে নিখোঁজ আরও তিন জেলের লাশ উদ্ধার

বাগেরহাট জেলার মানচিত্র

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের দুবলার চরসংলগ্ন সাগর থেকে জেলেরা গত রোববার রাতে ও গতকাল সোমবার ওই লাশ তিনটি উদ্ধার করেন। এ নিয়ে সাগরে ট্রলারডুবির ঘটনায় মোট পাঁচ জেলের লাশ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৯ জেলে।

আজ দুপুরে ও গতকাল রাতে উদ্ধার হওয়া লাশ দুটি বাগেরহাটের কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রয়াত সৈয়দ আলী হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন বাদল (৫০) এবং একই উপজেলার বগা গ্রামের প্রয়াত সোনাম উদ্দিনের ছেলে ইয়াকুব আলী বাওয়ালী (২৮)। আজ সন্ধ্যার কিছু আগে সুন্দরবনের আলোর কোলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে উদ্ধার অন্য একটি লাশের এখনো পরিচয় মেলেনি।

সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আজ দুপুরে দুবলার অদূরে সাগরে যাওয়া দুবলা শুঁটকিপল্লির একটি জেলে ট্রলার আনোয়ার হোসেন বাদলের লাশ উদ্ধার করে। সাগরে ভাসতে থাকা ওই ছেলের লাশ উদ্ধার করে জেলেরা দুবলার চলে নিয়ে আসেন। সন্ধ্যার কিছু আগে সাগরে যাওয়া দুবলার জেলেদের জালে আরও একটি লাশ পাওয়া গেছে। তবে উদ্ধার হওয়া ওই লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলেরা লাশটি আলোর কোলে নিয়ে এসেছেন।

এর আগে গতকাল রাতে দুবলার চর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের নীলাবয়া এলাকা থেকে জেলেরা ইয়াকুব আলী বাওয়ালী নামের আরও এক জেলের লাশ উদ্ধার করেন। আজ দুপুরে বাগেরহাটের সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারে ওই জেলের লাশ নিয়ে আসা হয়।

বাগেরহাটের উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে যাওয়া বাগেরহাটের একটি ট্রলার গতকাল রাতে বঙ্গোপসাগরের নীলাবয়া এলাকা থেকে ইয়াকুব আলী বাওয়ালীর লাশ উদ্ধার করে। দুপুরে তাঁর লাশ বাগেরহাটের কেবি বাজারে নিয়ে আসেন জেলেরা। পরে সেখান থেকে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ সন্ধায় কচুয়ার গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পরদিন শনিবার দুবলার জেলেপল্লির ১২টি এবং উপকূলীর এলাকার ৩টি ট্রলার উদ্ধার হয়। সে সময় উদ্ধার হওয়া দুটি ট্রলার থেকে দুই জেলের লাশ উদ্ধার হয়েছিল। জেলে মহাজনদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে জেলেরা সুন্দরবন উপকূল ও সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি করছেন।