সাতকানিয়ায় ভোটের সময় সংঘাতপূর্ণ এলাকা পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় সংঘাতপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাজালিয়া, খাগরিয়া ও নলুয়া এলাকা পরিদর্শন করেন তাঁরা।
পুলিশ কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপরাধ) জাকির হোসেন, চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান।
গত সোমবার সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ার ১৬ ইউপিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে বাজালিয়া, খাগরিয়া, নলুয়া, কাঞ্চনা, চরতী ও সোনাকানিয়া—এই ছয় ইউনিয়নে গোলাগুলি ও সহিংসতার ঘটনায় দুজন নিহত হন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, নির্বাচনকেন্দ্রিক গোলাগুলি, মারামারি, সংঘর্ষ ও কিশোরসহ দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাতকানিয়া পরিদর্শন করেছেন। পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তাঁরা।