সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪৮ শতাংশ

করোনা নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৪৮ দশমিক ৩।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় র‌্যাপিড অ্যান্টিজেন কিট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি–পিসিআর ল্যাব মিলে ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬১ জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন ১৫৯টি নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৮৩। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, তবে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। করোনা সংক্রমণ রোধ করতে সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান তিনি।