করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এই সময়ে জেলায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, এর আগের ২৪ ঘণ্টায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে অনেক কম, তবে শনাক্তের হার প্রায় একই রয়েছে। নতুন মারা যাওয়া ব্যক্তিদের নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৪১৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা যায়, জেলায় এখন পর্যন্ত ১৫ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ২৬ দশমিক ৫৩ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, সাতক্ষীরা জেলায় লকডাউন কার্যকরী হচ্ছে না। টানা ৩৬ দিন লকডাউন চললেও করোনা রোগী ও মৃত্যু বেড়ে চলছে। করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রোগী রয়েছেন ২৮২ জন। ওয়ার্ডগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। রোগী আরও বেশি হলে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে।