সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় করোনা উপসর্গে ৪৮ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯৬। এদিকে এখন পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৬৮৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় ৮৮ জনের মৃত্যু হয়েছে।

কুদরত-ই-খোদা জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু কমেছে। তবে একেবারে কমছে না। গত জুন মাসে করোনার উপসর্গ নিয়ে জেলায় ১২৯ জনের মৃত্যু হয়েছিল। এরপর জুলাই ও আগস্টে যথাক্রমে ১৮৯ ও ৯৫ জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু কমেছে।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন সাফায়াত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসে শনাক্তের হার এক থেকে পাঁচের ঘরে ওঠানামা করছে। গত জুলাই মাসের শেষ থেকে জেলায় শনাক্তের হার কমতে শুরু করেছে।