সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

সাতক্ষীরায় করোনার প্রকোপ কমলেও উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৬৪২ জন।

জেলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, জেলায় করোনা রোগী কমতে শুরু করেছে। পাশাপাশি মৃত্যুর হারও অনেক কমেছে।

বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা ডেডিকেডেট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় কেউ মারা যাননি।

কুদরত-ই-খোদা আরও জানান, গত ১৫ থেকে ৩০ জুন হাসপাতালটিতে করোনার উপসর্গ নিয়ে ৯৫ জন ও করোনায় ১৮ জনের মৃত্যু হয়। ১ থেকে ৩১ জুলাই উপসর্গ নিয়ে ১৮৯ ও করোনায় আটজনের মৃত্যু হয়।

আর ১-৩১ আগস্ট উপসর্গে ১০১ ও করোনায় ৩ জন মারা যান। আর ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে করোনায় কেউ মারা যাননি।

সাতক্ষীরা সিভিল সার্জন সাফায়াত হোসেন জানান, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে জেলায় রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ১২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ জন।