সাতক্ষীরা মেডিকেল কলেজে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় মৃত্যু কমছে না। পাশাপাশি করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের সাতজন উপসর্গে ও একজন করোনায় মারা গেছেন।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরটি–পিসিআর মেশিন দূষণযুক্ত হওয়ায় রোববার থেকে নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। কবে থেকে শুরু হবে, তা–ও কেউ জানেন না।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন মারা গেছেন। এর মধ্যে সাতজন করোনা উপসর্গ ও একজন করোনায় মারা গেছেন। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় ৫২২ ও করেনায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৭৩ ও করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে হাসপাতালে রোগী ছিলেন ১৮২ জন। তা বেড়ে আজ মঙ্গলবার সকালে দাঁড়িয়েছে ২০২ জন। এ সময় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। এ পর্যন্ত ২১ হাজার ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৪২০ জন শনাক্ত হয়েছেন।

জয়ন্ত সরকার আরও জানান, আরটি–পিসিআর মেশিন দূষণযুক্ত হয়ে পড়ায় রোববার থেকে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। এ সময় জেলায় র‍্যাপিড অ্যান্টিজেন সিস্টেমে ২২২ জনের নমুনা পরীক্ষা করে ৭৯ জন শনাক্ত হয়েছেন।

আরটি–পিসিআর ল্যাবের দায়িত্বে থাকা অভিজিৎ গুহ জানান, রোববার নমুনা পরীক্ষা করার সময় মেশিন দূষণযুক্ত হয়ে পড়ে। ফলে এ মেশিন দূষণমুক্ত না হওয়া পর্যন্ত পরীক্ষা করা যাবে না। দূষণমুক্ত করতে অন্তত পাঁচ দিন লাগবে বলে তিনি জানান।