সান্তাহারে অভিযানে রেললাইন ও যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ৫

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া রেললাইন
ছবি: প্রথম আলো

বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে শহরের ইয়ার্ড কলোনি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ রেলওয়ে যন্ত্রাংশ ও রেললাইন উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে সেলিম খান নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। ঘটনার পর সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকিতে একটি মামলা হয়েছে। সান্তাহার জংশন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক (ইন্সপেক্টর) নূর-এ নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেলিম খানের বাড়িতে বিপুল পরিমাণ রেলওয়ে যন্ত্রাংশ ও রেললাইন লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযানের সময় সেলিম খানকে বাড়িতে পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে চুরির সঙ্গে জড়িত থাকার দায়ে ওই এলাকার বোরহান উদ্দিনের ছেলে মো. সম্রাট হোসেন (২৫), আবুল হোসেনের ছেলে সাহেব আলী (৩০), সেলিম খানের ছেলে সজিব ওয়াজেদ (২৫), স্টেশন কলোনির মৃত দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৬) ও হাউজিং কলোনির আলম হোসেনের ছেলে সুজন হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনী চৌকিতে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল ও উদ্ধার) আইনে মামলা করা হয়েছে।