সান্তাহারে গৃহবধূকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে এক গৃহবধূকে (২০) আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
আসামির নাম বাপ্পী হোসেন (৩০)। সান্তাহার পৌর শহরেই তাঁর বাড়ি।
গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাপ্পী কৌশলে সান্তাহারের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়াবিবাদের কারণে ওই গৃহবধূ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় তাঁর বাবার বাড়িতে ছিলেন। বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য গত বৃহস্পতিবার তিনি আদমদীঘি উপজেলার সান্তাহার শহরে ননদের বাসায় আসেন। সেখান থেকে স্বজন বাপ্পী হোসেনকে সঙ্গে নিয়ে গৃহবধূ তাঁর শ্বশুরবাড়িতে যান। সেখানে মীমাংসা না হলে গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাপ্পী কৌশলে সান্তাহারের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে ধারালো অস্ত্র ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেন। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এলে বাপ্পী সেখান থেকে পালিয়ে যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।