সাভারে একজনের লাশ উদ্ধার
ঢাকার সাভারের বিরুলিয়া থেকে ফজলুল হক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিরুলিয়া সেতুর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম ফজলুল হক (৫০)। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার রাহাতপুর গ্রামে। তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বি এম ইউসুফ আলীর দেহরক্ষী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ফজলুল হকের ভাতিজা আরিফুল ইসলাম বলেন, গতকাল শনিবার বিকেল পাঁচটার পর তাঁর চাচা কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। আজ সকালে জানতে পারেন, বিরুলিয়া সেতুর কাছে তাঁর লাশ পাওয়া গেছে। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ফজলুল হককে হাত বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। পরে তাঁর লাশ বিরুলিয়া সেতুর পাশে বোরো খেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জের ধরে ফজলুল হককে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।