সাভারে পৃথক দুর্ঘটনায় দুই পথচারী নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার সাভারে পৃথক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ও অজ্ঞাত গাড়িচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে ও একই সড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ব্যক্তির নাম শাকিল আহমেদ (৩২)। তিনি সাভার পৌরসভার ডগরমোরা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। এদিকে গাড়িচাপায় নিহত রানা মিয়া (১৮) ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানা-পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে শাকিল আহমেদ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে শাকিল আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় রানা মিয়াকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় রানা মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলচালক ও আরোহী সামান্য আহত হয়েছেন বলে জানা গেলেও তাঁদেরকে পাওয়া যায়নি। অজ্ঞাত গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে।