সাভারে মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ওমর ফারুকের (৩০) বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। তিনি রাজধানীর জিহাদ এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

এ ব্যাপারে সাভার থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ওমর ফারুক মোটরসাইকেলে করে সাভার থেকে ঢাকায় ফিরছিলেন। আমিনবাজারে পৌঁছানোর পর একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।