সাম্যের জায়গায় অসাম্য ও বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে: বজলুর রশিদ ফিরোজ

বজলুর রশিদ ফিরোজ
ফাইল ছবি

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, ‘স্বাধীনতা–পরবর্তী রাষ্ট্রীয় চার মূলনীতি সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। কিন্তু এগুলো প্রতিষ্ঠার ধারেকাছেও নেই আমরা। সাম্যের জায়গায় অসাম্য ও বৈষম্যের পাহাড় তৈরি হয়েছে। সামাজিক ন্যায়বিচারের বেলায় দেখতে পাচ্ছি—তনু হত্যার বিচার হচ্ছে না, সাগর-রুনির মামলা ৮৪ বার পিছিয়েছে, ত্বকী হত্যার বিচার হচ্ছে না। এভাবেই সামাজিক ন্যায়বিচার ভূলুণ্ঠিত হচ্ছে।’

আজ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ’ উল্লেখ করে বজলুর রশিদ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জিনিসপত্রের দাম ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। বাজারে মূল্যবৃদ্ধির যে সিন্ডিকেট, সরকার সেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে। এ জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারা দেশে হরতাল পালন করা হবে।

বজলুর রশিদ আরও বলেন, মানবিক মর্যাদার ক্ষেত্রে দারিদ্র্য বাড়ছে। করোনাকালেই সাড়ে তিন কোটি দরিদ্র মানুষ বেড়েছে। স্বাধীনতার মূল চেতনাকে প্রতিষ্ঠা করতে হলে গরিব, দুঃখী, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।