খুলনা বিভাগে গত ১০৭ দিনের মধ্যে আজ রোববার করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে কম শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে খুলনা বিভাগে নতুন করে ৪২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে এখন বিভাগে করোনা রোগীর মোট সংখ্যা ২১ হাজার ২৪১।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া উপাত্ত অনুসারে, এর আগে গত ৬ জুন এক দিনে ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। আর গত ৪ আগস্ট  শনাক্ত হয়েছিলেন ৫০ জন।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বিভাগে ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় একজন কোভিড রোগী মারা গেছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণে মোট ৩৬৭ জন মারা গেলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ। আর নতুন করে ১৬৭ জন সুস্থ হওয়ায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৭৯ জন। শনাক্ত বিবেচনায় বিভাগে সুস্থ হওয়ার হার প্রায় ৮৪ শতাংশ।

রাশেদা সুলতানা জানান, বিভাগে নতুন সংক্রমিত ৪২ জনের মধ্যে বাগেরহাটে ৪ জন, যশোরে ৩, খুলনায় ২০, কুষ্টিয়ায় ৭, মাগুরায় ২ ও নড়াইলে ৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও সাতক্ষীরায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ খুলনায় ৬ হাজার ২৪৮ জন, যশোরে ৩ হাজার ৭৪৭ জন এবং কুষ্টিয়ায় ৩ হাজার ১৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। ঝিনাইদহে ১ হাজার ৮৫৭, চুয়াডাঙ্গায় ১ হাজার ৩৮৮, নড়াইলে ১ হাজার ২৯৭, সাতক্ষীরায় ১ হাজার ৯১, বাগেরহাটে ৯৭৭, মাগুরায় ৮৮৭ ও মেহেরপুরে ৫৯৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।