সিংড়ায় তিন গুদামে ৫০০ টন ধান মজুত, মালিককে জরিমানা
নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ বাজারে তিনটি গুদামে ৫০০ টন ধান অবৈধভাবে মজুত রাখার দায়ে গুদামগুলোর মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ বাজারে সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাতিয়ান্দহ বাজারে সবুজ চালকলের স্বত্বাধিকারী সবুজ মানী তাঁর তিনটি গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ মেট্রিক টন ধান মজুত রেখেছিলেন। খবর পেয়ে ওই তিন গুদামে অভিযান চালানো হয়।
এ সময় গুদামমালিক সবুজ মানীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায় করা হয়। একই সঙ্গে তাঁকে আগামী তিন দিনের মধ্যে মজুতকৃত ধান বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মোছা. রানী খাতুন, সিংড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান বলেন, অবৈধভাবে ধান মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। ধানের কৃত্রিম সংকটকারীদের ছাড় দেওয়া হবে না।