সিঙ্গাইরে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বাসচাপায় মো. নজুমুদ্দিন শেখ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজুমুদ্দিনের বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন নজুমুদ্দিন। সকাল সাতটার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ভূমদক্ষিণ এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।