সিনহা হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান
ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ষষ্ঠ দফার তৃতীয় দিনে সাক্ষ্য দিচ্ছেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

সিনহা হত্যার পর আদালতে এই মামলার আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ মামলার নানা বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন তামান্না ফারাহ। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পিপি ফরিদুল আলমসহ তিনজন আইনজীবী তাঁর সাক্ষ্য নিচ্ছেন। সাক্ষ্য গ্রহণ শেষে তামান্না ফারাহকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আদালত পরিচালনা করছেন।

সাক্ষ্য গ্রহণের সময় সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জন আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ১৫ আসামিকে আদালতে আনা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম প্রথম আলোকে বলেন, আজ সাক্ষ্য দিতে ছয়জন সাক্ষী আদালতে হাজির হয়েছেন। তামান্না ফারাহর সাক্ষ্য ও জেরা শেষে কক্সবাজারের আরেকজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাক্ষ্য নেওয়া হবে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর সিনহা নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি (টেকনাফে দুটি, রামুতে একটি) মামলা করে। ঘটনার পর গত ৫ আগস্ট কক্সবাজার আদালতে প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।