সিরাজগঞ্জে খড়ের গাদা থেকে কিশোরের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলায় শরিফুল ইসলাম (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ী তালতলা এলাকায় একটি খড়ের গাদা থেকে লাশটি উদ্ধার করা হয়। শরিফুল ওই এলাকার ওয়াসিম শেখের ছেলে। সদর থানার উপপরিদর্শক জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও কিশোরের পরিবার সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে খড়ের গাদার মধ্যে তার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

শরিফুল ইসলাম গতকাল বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমির মধ্যে খড়ের গাদার ভেতর কিশোরটির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।