সিরাজগঞ্জে ট্রাক উল্টে শ্রমিক নিহত
সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ও ছয় শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল সাতটার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার ব্রাহ্মণগাঁতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আমির হোসেন (৩৫)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ছালাভরা কুনকুনিয়া গ্রামে। রোববার সদর উপজেলার ব্রাহ্মণগাঁতি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ইটবোঝাই একটি ট্রাক সিরাজগঞ্জ থেকে কাজীপুরের দিকে যাচ্ছিল। পথে সদর উপজেলার ব্রাহ্মণগাঁতি এলাকায় চাকা ফেটে ট্রাকটি উল্টে যায়। এতে ওই ট্রাকে থাকা সাত শ্রমিক আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর আহত শ্রমিকদের মধ্যে আমির হোসেন মারা যান। বাকিরা হাসপাতালটিতে চিকিৎসাধীন।
এ বিষয়ে রোববার বিকেল চারটার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত শ্রমিকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।