সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু
সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে নির্বাচনী গণসংযোগ করার সময় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই প্রার্থীর নাম মোহাম্মদ আলী (৫৫)। তিনি আসন্ন ইউপি নির্বাচনে সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মোহাম্মদ আলী বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় গণসংযোগ করছিলেন। সেখানে ভোটারদের সঙ্গে কথা বলার একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখন কর্মী–সমর্থকেরা তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার সহকারী উপপরিদর্শক শাহীনুর রহমান প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। তিনি দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।