default-image

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মালবোঝাই ট্রাকের চাপায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন অটোরিকশার চালক উজ্জ্বল (৩৫), যাত্রী মো. মামুন (৩৮) ও অজ্ঞাত আরেক পুরুষ। নিহত উজ্জ্বল ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকির চানের ছেলে। মামুন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পার্বতীপুর গ্রামের মেহের আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

শেখরনগর তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ সকালে যাত্রীবাহী অটোরিকশা ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি তুলসীখালী সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে সকাল সাড়ে ১০টার দিকে দুজন মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা পৌনে দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। এ ঘটনায় ট্রাক ও ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন