default-image

হবিগঞ্জের চুনারুঘাটের চা বাগান শ্রমিকের শিশু সন্তান (৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল শনিবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পাঁচ বছরের শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। সম্প্রতি শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়।

লিভারের চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা, সিলেটসহ বিভিন্ন সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত এক শিশুকে সিলেটে পাঠানো হচ্ছে। সন্ধ্যার দিকে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছায়। তাকে আইসোলেশনে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন