সিলেটের গোলাপগঞ্জে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষে এক বৃদ্ধ খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খুন হওয়া ব্যক্তির নাম ছলমান আলী (৭১)। তিনি ফুলবাড়ি পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ আটজনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামের আসাদ আলী (২৩) নামের এক তরুণের সঙ্গে এলাকার এক তরুণীর সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের স্বজনদের মধ্যে কথা–কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে।

উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে এ সংঘর্ষে অংশ নেয়। আসাদ আলীর পক্ষে ছিলেন ছলমান আলী। তিনি দেশীয় অস্ত্রের আঘাতে খুন হন। পাশাপাশি উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই পক্ষ পাল্টাপাল্টি দুটো মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয় পক্ষের আটজনকে আটক করেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।