default-image

সিলেটে করোনা সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৩ জন। এর আগে গত মঙ্গলবার জেলায় ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছিল।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এ নিয়ে জেলায় ১৩ হাজার ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেটে করোনা থেকে ৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ১২ হাজার ৪৬৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিকে সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ২০৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন