‌সিলেটে করোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট জেলার ১৯ জন, সুনামগঞ্জের ১ জন ও হবিগঞ্জের ১ জন আছেন। এ নিয়ে বিভাগে ৮৬৫ জনের মৃত্যু হলো।

আগের ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৩।

আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩৫৯ জন, সুনামগঞ্জের ৫৩ জন, হবিগঞ্জের ৫৫ জন ও মৌলভীবাজারের ১০০ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৪৭ হাজার ৫৭৮। এর মধ্যে সিলেট জেলার ২৯ হাজার ৪৮১ জন, সুনামগঞ্জের ৫ হাজার ৫২৮ জন, হবিগঞ্জের ৫ হাজার ৭৩৯ জন ও মৌলভীবাজারের ৬ হাজার ৮৩০ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সিলেট বিভাগে করোনায় সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬৪। এর মধ্যে ৩২৬ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন। করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। করোনার টিকা নিতে এবং সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।