default-image

সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে। সিলেট জেলা ও বিভাগে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত বছরের ১৫ জুন এক দিনে করোনায় আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছিল। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনই সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে জেলায় আরও ৩৩ জনের করোনা সংক্রমিত হয়েছে।

সিলেট জেলার ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এটি এক দিনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। গত বছর ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছিল।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে তিনজন ও বেসরকারি হাসপাতালে পাঁচজন মারা গেছেন। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৩ জনের বয়স ৫০ বছরের ওপরে। তাঁরা সবাই করোনা ছাড়াও কিডনি, হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩২। একই সময়ে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৩২ জনে। যাঁদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৯৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৪, হবিগঞ্জে ২ হাজার ৩১৫ ও মৌলভীবাজারে ২ হাজার ২৭৩ জন রয়েছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন