default-image

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান (৪৫) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মিজানুর রহমানের বাড়ি গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ গ্রামের বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, করোনার কিছু উপসর্গ দেখা দেওয়ায় মিজানুর রহমানের নমুনা পরীক্ষা করানো হয়। গত ৩০ আগস্ট তাঁর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। আজ বিকেলে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাঁকে দাফন করা হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন