সিলেটে চার যানের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে চারটি যানবাহনের সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে তারেক আহমদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া তারেক আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খারিকাপুঞ্জি গ্রামের বাসিন্দা। তিনি পর্তুগালপ্রবাসী ছিলেন।
গত বুধবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে মোটরসাইকেল, ব্যাটারিচালিত দুটি টমটম ও বাসের চতুর্মুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন আহত হয়েছিলেন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করা হয়। ঘটনাস্থল থেকে যানবাহনগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, নিহত তারেক আহমদের মরদেহ পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য আবেদন করেছিলেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।