default-image

সিলেট জেলায় টানা দ্বিতীয় দিনের মতো করোনায় সংক্রমিত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এদিকে করোনা শনাক্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৬৩ জন। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ২৯৮ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৭৯ জন। আক্রান্ত ও সুস্থ সবাই সিলেট জেলার বাসিন্দা। আজ সকাল আটটা পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে গত ১০ দিনে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়।

সিলেট জেলায় আজ সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে করোনা সংক্রমিত ২১৬ জন চিকিৎসাধীন ছিলেন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব লক্ষ করা গেছে। এতে সিলেটে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। তবে গতকাল ও আজ করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। লকডাউনের প্রভাবে এ সুফল পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, লকডাউনের প্রভাবে আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নগামী হতে শুরু করেছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন