সিলেটে তিন মাসে এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত ও মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেটে গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) এক দিনে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৪ জনের। এর আগে গত সোমবার এক দিনে সর্বোচ্চ করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৮৬ জনের। আজ বেলা সাড়ে ১১টায় সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে জানা গেছে, সিলেট জেলায় গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষায় ৯৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিতদের মধ্যে মারা গেছেন ৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন। এ নিয়ে জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজার ৮০২ জনের। করোনা শনাক্ত হওয়াদের মধ্যে মারা গেছেন ২২৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৩০ জন।

সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৮১ জন। এর মধ্যে ৩৫ জন করোনা ‘পজিটিভ’ রোগী আছেন। চিকিৎসাধীনদের মধ্যে ১১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন তিনজন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত মহাপাত্র প্রথম আলোকে বলেন, হাসপাতালে করোনা সংক্রমিত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চাপ বাড়ছে। তবে আগে থেকেই প্রস্তুতি নেওয়া আছে। ফলে তেমন একটা সমস্যা হচ্ছে না। তবে রোগীর চাপ আরও বাড়লে সামাল দেওয়া কষ্টকর হবে। তিনি করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।