সিলেটে দ্বিতীয় দিনেও টিকাকেন্দ্রে ভিড়

করোনার গণটিকাদান কেন্দ্রে আজ রোববার দ্বিতীয় দিনেও টিকা প্রত্যাশীদের ভিড় ছিল। সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার টিকাদান কেন্দ্রের সামনে
ছবি: প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে করোনার গণটিকাদান আজ রোববার দ্বিতীয় দিনের মতো চলছে। আজ সকাল সাতটা থেকে টিকাকেন্দ্রগুলোয় টিকাপ্রত্যাশী মানুষের ভিড় দেখা যায়। দ্বিতীয় দিনেও টিকাদান শুরু হয়েছে সকাল ৯টায়। টিকার ডোজের তুলনায় মানুষের চাহিদা ও ভিড় বেশি লক্ষ করা গেছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গণটিকাদান ক্যাম্পেইনের প্রথম দিন গতকাল শনিবার প্রতিটি টিকাকেন্দ্রে ৩০০ ডোজ টিকা দেওয়া হয়েছে। আজ টিকাকেন্দ্রগুলোয় ২০০ ডোজ করে টিকা দেওয়া হবে। টিকাকেন্দ্রগুলোয় ২৫ বছর এবং তার বেশি বয়সী মানুষদের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি চলমান আছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচি।

নগরের কয়েকটি টিকাকেন্দ্রে ঘুরে জানা যায়, বেলা ১১টার দিকেই ২০০ ডোজের টিকার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। এরপরও কেন্দ্রে ভিড় করছিলেন টিকা নিতে আসা নারী-পুরুষেরা।

সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কমিশনার কার্যালয়ের পাশে মির্জাজাঙ্গাল এলাকার টিকাকেন্দ্রে সকাল সাতটার পর থেকেই টিকাপ্রত্যাশী মানুষের ভিড় দেখা যায়। সকাল ৯টা থেকে পুরুষ ও নারীদের আলাদা দুটি বুথে টিকাদান শুরু হয়। বেলা ১১টার দিকে টিকাকেন্দ্রে ২০০ জনের ভোটার আইডি কার্ড সংগ্রহ করা হয়ে যায়। এরপর আর কারও আইডি কার্ড নেওয়া হচ্ছিল না।

১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত বলেন, টিকাকেন্দ্রে ২০০ ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে টিকার তুলনায় টিকাপ্রত্যাশী মানুষের সংখ্যা বেশি।

এদিকে সিলেট সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের নগরের মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার দিকে ৮৭ জন টিকার জন্য জাতীয় পরিচয়পত্র জমা দিয়েছেন। এ সময় কেন্দ্রের বাইরে দেড় শতাধিক নারী-পুরুষকে টিকার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত রোভার স্কাউট সদস্য সুলতান আহমদ বলেন, গতকালও নির্দিষ্ট পরিমাণ টিকা শেষ হয়ে যাওয়ায় লাইনে থাকা অনেকেই টিকা না পেয়ে বাড়ি ফিরেছেন। আজ কেন্দ্রে গতকালের তুলনায় টিকা ১০০ ডোজ কম। বেলা গড়ালে টিকাগ্রহীতাদের চাপ বাড়বে। টিকা শেষ হয়ে গেলে লাইনে দাঁড়ালেও টিকা না নিয়েই অনেককে ফিরতে হবে।

সিলেট সিটি করপোরেশনের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবদুল আলীম শাহ বলেন, গতকাল সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে ৩০০ ডোজ করে টিকা দেওয়া হয়েছে। আজ টিকাকেন্দ্রগুলোয় ২০০ ডোজ করে দেওয়া হচ্ছে। আগামীকাল সোমবারও ২০০ ডোজ দেওয়া হবে।