সিলেটে বন্যার স্রোতে নিখোঁজ তরুণ, ২০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি
সিলেটে বন্যার পানির প্রবল স্রোতে এক তরুণ নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে নলকট গ্রামে এ ঘটনা ঘটে। ২০ ঘণ্টা পরও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ শুক্রবার বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নিখোঁজ তরুণের নাম আবদুল হাদি (১৮)। তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের প্রবাসী কাচা মিয়ার ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেটে বন্যার কারণে দ্রুত পানি বাড়ছে। এতে বিভিন্ন সড়ক ডুবে গেছে। শহরতলীর কান্দিগাঁও ইউনিয়নে নলকট গ্রামের তরুণ আবদুল হাদি গতকাল বিকেলে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালালেও আবদুল হাদিকে উদ্ধার করতে পারেননি। পরে সিলেট ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে স্থানীয় লোকজন খবর দেন। কিন্তু অন্ধকার নেমে যাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাতে পারেনি।
কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল মনাফ বলেন, নিখোঁজ তরুণের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বন্যার কারণে নলকট গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবল স্রোতে নদ-নদীতে নামছে। এ ছাড়া সদর উপজেলার বাদাঘাট এলাকার সড়ক পানিতে প্লবিত হয়েছে। এতে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
মো. আবদুল মনাফ আরও বলেন, গতকাল সন্ধ্যার দিকে নলকট গ্রাম থেকে সিলেট শহরের উদ্দেশ্যে আসা একটি নৌকা বাদাঘাট এলাকায় ডুবে যাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌকার যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, বন্যার পানির স্রোতে তরুণ নিখোঁজের খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল সন্ধ্যার দিকে বাদাঘাট এলাকায় গেলেও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাদাঘাট সড়কে পানির নিচে তলিয়ে যাওয়ায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ওই স্থানে কোনো নৌকাও পাওয়া যায়নি। তিনি বলেন, আজ সকাল থেকে ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ঘটনাস্থল এবং আশপাশ এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ তরুণের সন্ধান করছে। তবে বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই তরুণকে উদ্ধার করা হয়নি। অভিযান অব্যাহত রয়েছে।