default-image

সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কানাইঘাটের বানীগ্রামের নিজ বাউরভাগ গ্রামের নুরুজ মিয়ার ছেলে। তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে মখলিছুর প্রতিবেশী প্রবাসী ফয়েজ উদ্দিনের বাড়িতে বিদ্যুতের কাজের জন্য যান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ওই বাড়ির লোকজন ও তাঁর স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মখলিছুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন