উজানে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৫ থেকে ১৭ জুন এই তিন দিন বৃষ্টি হয়েছে ২ হাজার ৪৫৭ দশমিক ২ মিলিমিটার। তিন দিনের সমন্বিত বৃষ্টির হিসাবে এবারকার বৃষ্টি তৃতীয় সর্বোচ্চ। উজানের এই পানি নেমে আসে সিলেট ও সুনামগঞ্জে। সঙ্গে ছিল মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয় বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার সিলেটে ৩০৪ মিলিমিটার বৃষ্টি হয়। এটা ছিল এ বছরের রেকর্ড বৃষ্টি। এর আগের দিন, অর্থাৎ শুক্রবার সিলেটে বৃষ্টি হয় ১০৯ মিলিমিটার।
শাহীনুল ইসলাম জানান, গত রবি ও সোমবার দুদিনই ২২ মিলিমিটার করে বৃষ্টি হয় সিলেটে। তিনি বলেন, আজও বৃষ্টি হবে সিলেটে, তবে এর মাত্রা কমবে।
সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যার পাঁচ দিন কেটে গেছে। ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। অনেক রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে।
গত কয়েক দিন যেখানে নৌকার অভাবে কেউ যেতে পারেননি, এখন সড়ক যোগাযোগের কিছুটা উন্নতি হওয়ায় সেখানে যাওয়া যাচ্ছে। এরপরও কিছু জায়গায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করছেন।