সিলেটে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শনে বিএনপি নেতারা, দ্রুত সংস্কারের দাবি
পাহাড়ি ঢলের ধাক্কায় ভেঙে যাওয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকার ডাইক (নদী রক্ষা বাঁধ) পরিদর্শন করেছেন জেলা বিএনপির নেতারা। আজ শনিবার বিকেল ৪টার দিকে বাঁধ পরিদর্শন শেষে বিএনপির নেতারা এটি সংস্কারে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিনিধিদলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। এ সময় তাঁদের সঙ্গে সিলেট জেলা এবং জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাঁধ ভেঙে যাওয়ার দুদিন অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন এটি রোধ কিংবা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এতে স্থানীয় মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এ ছাড়া এই বাঁধ ভেঙে এখনো প্রবল বেগে পানি ঢুকছে। এতে জেলার অন্যান্য উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।
বাঁধ পরিদর্শনকালে বিএনপি নেতারা অভিযোগ করেন, সিলেটে বানভাসি মানুষের তুলনায় অপর্যাপ্ত ত্রাণসহায়তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ফলে বন্যার্তরা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। চিকিৎসাসেবাও পাচ্ছেন না মানুষজন। মানুষের দুর্ভোগ কমাতে সরকারি কোনো তৎপরতা চোখে পড়ছে না। মন্ত্রীরা সাময়িক সময়ের জন্য বন্যাকবলিত এলাকায় এসে ফটোসেশন করে চলে যাচ্ছেন।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে সীমান্তবর্তী ভারতের বরাক নদের মোহনায় সিলেটের জকিগঞ্জের অমলশিদ এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থলের একটি ডাইক (নদী প্রতিরক্ষা বাঁধ) ভেঙে গেছে। এতে প্রবল বেগে পানি ঢুকে জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। একই সঙ্গে উপজেলা সদরের সঙ্গে অমলশিদ যাতায়াতের রাস্তাটিও পানিতে ডুবে যায়। ফলে এ রাস্তায় যান চলাচল বন্ধ আছে।