‌সিলেটে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত করোনা শনাক্তের হার কমেছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৯১, যা শনিবারের তুলনায় ৩ দশমিক ৪৮ শতাংশ কমেছে। এ নিয়ে বিভাগে ৬৪ হাজার ৮০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১ হাজার ২০৭ জনের মৃত্যু হলো। আজ বেলা একটার দিক সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া করোনা সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০ শতাংশের ওপরে ছিল। এর মধ্যে ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। গত বুধবার থেকে সংক্রমণের হার কিছুটা কমে ২১ শতাংশে অবস্থান করছিল। গত ২৪ ঘণ্টায় সেটি আরও কমে ২০-এর নিচে, অর্থাৎ ১৬ শতাংশে নেমে এসেছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪৬ জনের মধ্যে সিলেটের ২১২, সুনামগঞ্জের ১২, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, গত ডিসেম্বরের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী। এর মধ্যে করোনার নতুন ধরন অমিক্রন ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও সিলেটে সেটি শনাক্তের মাধ্যম নেই। বর্তমানে ঘরে ঘরে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাঁদের নমুনা পরীক্ষায় অনীহা রয়েছে। স্বাস্থ্যবিধি মানার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।