default-image

সিলেট নগর ও সদর উপজেলায় ৪৮ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছেন প্রায় ৭৫ হাজার গ্রাহক। গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সিলেটের আখালিয়ার কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলা। পরে মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। অগ্নিকাণ্ডের ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছেন সিলেটের প্রায় ৭৫ হাজার গ্রাহক।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের (বিক্রয় ও বিতরণ বিভাগ) প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি বৃহস্পতিবার দুপুরের মধ্যে বাকি গ্রাহকদের আমরা বিদ্যুৎ সরবরাহ করতে পারব।

বিজ্ঞাপন

বুধবার সন্ধ্যা ছয়টার আগপর্যন্ত প্রায় আড়াই লাখ গ্রাহক বিদ্যুৎ বঞ্চিত ছিলেন। ছয়টার পর থেকে আমরা প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করেছি। এর মধ্যে যেসব যন্ত্রপাতি পুড়ে গেছে, সেগুলো সংযোজন করা হয়েছে এবং আরও কিছুর কাজ চলছে।’

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর বলেন, ‘আমাদের সিটি করপোরেশন এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে সেসব এলাকার সিটি করপোরেশনের গভীর নলকূপকগুলো থেকে সঙ্গে সঙ্গে পানি সরবরাহ চালু করা হয়েছে। সিটি করপোরেশনের পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টও চালু করা হয়েছে। সাধারণত রাত আটটা পর্যন্ত সিটি করপোরেশনের আওতায় পানির পাম্পগুলো চালানো হতো, সেগুলো রাত দুইটা পর্যন্ত চালানো হয়েছে। আশা করছি শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সিটি করপোরেশনের পানি সরবরাহ স্বাভাবিক করতে পারব।’

মন্তব্য পড়ুন 0