default-image

সিলেট বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। আর সুস্থ হয়েছেন ৬৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগে গত ৫ এপ্রিল প্রথম কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রায় তিন মাসে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়াল।

নতুন সংক্রমিত রোগীদের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৪০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ১৮ জন, ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জনের কোভিডে আক্রান্ত হওয়ার ফলাফল পাওয়া গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বিভাগের মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৭৪ জন, সুস্থ হয়েছেন ৬১৭ জন। সুনামগঞ্জে শনাক্ত ১ হাজার ১৩৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭১৫ জন এবং মারা গেছেন ৮ জন। হবিগঞ্জে ৮৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৭ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজারে শনাক্ত ৬০৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩১৯ জন এবং মারা গেছেন ৬ জন।

গত ৫ এপ্রিল সিলেট বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
মন্তব্য করুন