সিলেট বিভাগে আরও ৩৭৫ জনের করোনা শনাক্ত, ৫ জনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩৭৫ জনের করোনা শনাক্ত করা হয়েছে। করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে মারা গেছেন ৫ জন। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
নতুন করোনা শনাক্ত ৩৭৫ জনের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ২৬১ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৪০ জন ও মৌলভীবাজার জেলায় ৩০ জন। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯১৮। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা রয়েছেন ১৯ হাজার ৬৩৪ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩ হাজার ৩৭৪ জন, হবিগঞ্জের বাসিন্দা ৩ হাজার ২১০ জন ও মৌলভীবাজারের বাসিন্দা রয়েছেন ৩ হাজার ৬৯১ জন।
শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে মারা গেছেন ৫ জন। সিলেট ও সুনামগঞ্জ জেলার দুজন করে এবং হবিগঞ্জ জেলায় একজন রয়েছেন। বিভাগে মারা গেছেন ৫২৯ জন। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৪২৭ জন, সুনামগঞ্জের বাসিন্দা ৩৯ জন, হবিগঞ্জের ২৩ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা মারা গেছেন ৪০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ২৯৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে ২০৩ জন সিলেট জেলার, ৩০ জন সুনামগঞ্জ জেলার, ৩৬ জন হবিগঞ্জ জেলার ও ২৪ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৬৫।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনা শনাক্তের হার কিছুটা হ্রাস পেয়েছে। আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৫০। এর মধ্যে ২৬৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৩ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৪৩ জন।