সিলেট বিভাগে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ১০ হাজার ছাড়াল

করোনাভাইরাস প্রতীকী ছবি
ছবি: প্রথম আলো

সিলেট বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে নতুন করে শনাক্ত হয়েছে ৫১ জনের। এ নিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১৬ জনে।


মারা যাওয়া চারজনের মধ্যে সিলেট জেলার তিনজন এবং মৌলভীবাজার জেলার একজন রয়েছেন।


প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

আনিসুর রহমান জানান, বিভাগে নতুন করে সিলেট জেলায় ২০ জন, সুনামগঞ্জে ১০ জন ও হবিগঞ্জে ২১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ হাজার ৩১৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯০৮, হবিগঞ্জে ১ হাজার ৪৩৬ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৩৫৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০৬ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজার জেলায় ১৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ২৪৬ জন।

আনিসুর রহমান আরও জানান, বিভাগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন মারা গেছেন।