সিলেট বিভাগে কমছে করোনা শনাক্তের হার, ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

সিলেট বিভাগে গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার কমেছে। এ সময়ে বিভাগের চার জেলায় ১ হাজার ৬৮০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশ‌মিক ৯৫। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার সকাল আটটা থেকে গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত বিভাগে ১ হাজার ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ২৪৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৯১।

প্রতিবেদন অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে সিলেট বিভাগে ৬৫ হাজার ৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে গত ২৩ জানুয়ারি থেকে দৈনিক শনাক্তের হার ৩০-এর ওপরে অবস্থান করছে। এর মধ্যে গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৪৯। বুধবার থেকে সংক্রমণের হার কিছুটা কমে ২১ শতাংশে অবস্থান করছিল। গত ২৪ ঘণ্টায় সে‌টি আরও কমে ১৫ শতাংশে নেমেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৮২ জন, সুনামগঞ্জ জেলার ২৭, হ‌বিগঞ্জ জেলার ২০ ও মৌলভীবাজার জেলায় বাসিন্দা ৩৯ জন। বিভাগে সোমবার সকাল আটটা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ১৬৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৬ জন, সুনামগঞ্জ জেলায় ৫, হবিগঞ্জ জেলায় ১ ও মৌলভীবাজার জেলায় চিকিৎসাধীন ছিলেন ১৬ জন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় প্রথম আলোকে বলেন, ডিসেম্বর মাসের শেষ দিক থেকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়া‌রির শেষ পর্যন্ত অব‌্যাহত থাকে। ফেব্রুয়া‌রির শুরু থেকে সংক্রমণের হার কমেছে। তিনি বলেন, করোনার সংক্রমণ বৃদ্ধি রোধে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সামাজিক দূরত্ব এবং ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।