সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন ২৪ ঘণ্টা, শনাক্ত ৮৪

করোনাভাইরাস
প্রতীকী ছবি

সিলেট বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হওয়া ৮৪ জনের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ১০, হবিগঞ্জের ৭ ও মৌলভীবাজারের ১২ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৬৯০। এর মধ্যে গত মাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে।