জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক শূন্য ৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ১৪৭, সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১২, মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন। বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৮১ জন। সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে করোনার সংক্রমণের হার বাড়ছে। করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।