সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৯ জনের মৃত্যু
সিলেট বিভাগে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ২৪। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনা সংক্রমণে মারা গেছেন ৬ জন। আজ দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ জানায়, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের বাড়িই সিলেট জেলায়। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৬। এর মধ্যে সিলেট জেলার ৯১৫, সুনামগঞ্জের ৭২, হবিগঞ্জের ৪৭ ও মৌলভীবাজারের ৭২ জন।
এদিকে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ৩৬, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১২ ও মৌলভীবাজারের ২০ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৪৭২। এর মধ্যে সিলেট জেলার ৩২ হাজার ৯৩৬, সুনামগঞ্জের ৬ হাজার ১৫৬, হবিগঞ্জের ৬ হাজার ৫২৩ ও মৌলভীবাজারের ৭ হাজার ৮৫৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে নতুন করে ২৯৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪২৪।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২২২ জন। তাঁদের মধ্যে ১৭৭ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।