সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

সিলেট বিভাগে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনায় মারা যাওয়া সাতজনের মধ্যে সিলেট জেলার দুজন, সুনামগঞ্জের তিনজন, হবিগঞ্জের একজন ও মৌলভীবাজারের একজন আছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণে ৭৮৮ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩০ দশ‌মিক ৯৭।

নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৯০ জন, সুনামগঞ্জের ৭১, হবিগঞ্জের ৪২ ও মৌলভীবাজার জেলার ১৮৮ জন আছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ১৬২।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৯৭ জন। এর মধ্যে ৩৫৮ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। সুনামগঞ্জের ৬১ জন, হবিগঞ্জের ৪৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ রোধে সবাইকে সচেতন হতে হবে। সেই সঙ্গে করোনার টিকা নিতে উদ্বুদ্ধ করেন তিনি।