সিলেটে ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার সোনাসহ আটক ৪

এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার সকালে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে
ছবি: সংগৃহীত

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ কেজি ২২০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। এ সোনার মূল্য প্রায় ৭ কোটি টাকা। অবৈধভাবে এসব সোনা বহন করায় চার যাত্রীকে আটক করা হয়। আজ সোমবার সকালে বিমানবন্দর থেকে তাঁদের আটক করেন কাস্টমসের কর্মকর্তারা।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ (৩২), সিলেটের কানাইঘাটের কায়স্থ গ্রামের মকবুল আলী (৪২), কেউরিয়া হাওর গ্রামের বশির উদ্দিন (৬২) ও বাঁশবাড়ি এলাকার সুলতান মাহমুদ (২৮)।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে সোনা নিয়ে আসেন চার যাত্রী। তাঁদের দেখে সন্দেহ হয়। পরে তাঁদের তল্লাশি করে প্রায় ৭ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই চার ব্যক্তির নামে মামলার প্রস্তুতি চলছে।