সিলেট শহরের একাল–সেকাল

মুক্তিযুদ্ধ চলাকালে লন্ডনে বাংলাদেশ সংগ্রাম পরিষদের হয়ে কাজ করেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এডওয়ার্ড রজার গোয়েন। ১৯৭২ সালে প্রথম সিলেট এসেছিলেন রজার। দ্বিতীয়বার আসেন ১৯৭৮ সালে। সে সময় তিনি শহর সিলেটের বেশ কিছু ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো রজারের কাছ থেকে সংগ্রহ করেছেন ‘লন্ডন আর্কাইভ ১৯৭১’–এর সমন্বয়ক ও কানাডাপ্রবাসী সাংবাদিক উজ্জ্বল দাশ। সেই একই স্থানের বর্তমান অবস্থার ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

১৯৭৮ সাল : সিলেট নগরের বন্দরবাজার এলাকার চিত্র।
২০২২ সাল: সিলেট নগরের বন্দরবাজার লালকুঠি সিনেমা হলের সামনের সড়ক।
১৯৭৮ সাল : সিলেট নগরের লালদিঘিরপাড় এলাকার চিত্র।
২০২২ সাল : সিলেট নগরের লালদিঘির পাড় এলাকার প্রবেশমুখ।
১৯৭৮ সাল : রজার গোয়েনের ক্যামেরায় সিলেটের প্রতীক কিনব্রিজ।
২০২২ সাল : সিলেট নগরকে বিভক্ত করে বয়ে চলা সুরমা নদীর ওপর নির্মিত কিনব্রিজ।