default-image

সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আলী আকবর ও তাঁর স্ত্রী হালিমা বেগম কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তাঁদের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

প্রকৌশলী আলী আকবর নিজেই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আলী আকবর বলেন, ‘ঈদের দুদিন পর আমার জ্বর আসে। এখন অনেকটা সুস্থ। গত বুধবার থেকে আমার স্ত্রীর জ্বর। পরদিন বৃহস্পতিবার আমি আমার স্ত্রী এবং দুই সন্তানের নমুনা জমা দিই। গতকাল রাতে আমার এবং স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি জানতে পেরেছি।’

আলী আকবর জানান, তাঁরা ‌নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0