উদ্ধার হওয়া হেলে প্রজাতির সাপ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের শেখনগর এলাকায় একটি মুরগির খামার থেকে হেলে প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ৩টার দিকে ইঁদুর খেতে গিয়ে সাপটি ইঁদুরের খাঁচায় আটকা পড়ে। খবর পেয়ে রাত আটটার দিকে বন বিভাগের লোকজন সাপটি নিয়ে যান।

স্থানীয় সোহেল রানা প্রথম আলোকে বলেন, শেখনগর এলাকার খোরশেদ আলমের খামারে মুরগির জন্য নিয়ে আসা খাবারের বস্তা কেটে ইঁদুরে খেয়ে ফেলে। তাই তিনি একটি বড় ইদুরের ফাঁদের খাঁচা আনেন। রোববার দুপুরে একটি ইঁদুর খাঁচায় ঢুকলে সেখানে সাপটিও ঢুকে পড়ে। এ সময় ফাঁদটি বন্ধ হয়ে যায়। পরে খামারি খোরশেদ আলম তাঁর খামারে গেলে ইঁদুরের খাঁচায় সাপটি দেখতে পেয়ে খাঁচাসহ সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় সাপটি নিয়ে আসেন।

বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জ কর্মকর্তা সুমন বড়ুয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি শোনার পর রাতে সীতাকুণ্ড বিট কর্মকর্তাকে পাঠিয়ে সাপটি উদ্ধার করা হয়েছে।

সীতাকুণ্ড বিট কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ৫ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যের সাপটির নাম হেলে। শান্ত স্বভাবের সাপটি বিষধর নয়। চট করে কাউকে কামড়ায় না। সোমবার সাপটি সীতাকুণ্ড পাহাড়ে বনে অবমুক্ত করা হবে।