অপরাধ
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরের আঘাতে অজ্ঞাতনামা এক শিশু (৬) আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শিশুটির সামনের চারটি দাঁত পড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকৌশলী আনোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পাহাড়িকা এক্সপ্রেসে তিনিও চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত আটটার দিকে তাঁদের ট্রেনটি অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে এক মিনিটের জন্য দাঁড়ায়। এর তিন-চার মিনিট পর রেললাইনের পশ্চিম পাশ থেকে একটি পাথর নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এরপর পাথরটি তার সামনের দুই আসন আগের আসনে থাকা একটি শিশুর মুখে পড়ে। শিশুটি তার মায়ের কোলে ছিল। পাথরের আঘাতে শিশুটির সামনের চারটি দাঁত পড়ে যায়।

আনোয়ার হোসেন আরও বলেন, শিশুটি ও তার মায়ের চিৎকারে বগির অন্য যাত্রীরা এগিয়ে আসেন। পরে যাত্রীরা বগিতে কোনো চিকিৎসক আছে কি না, তা জানার চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে পাশের বগিতে একজন চিকিৎসক ছিলেন। শিশুটিকে ওই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তিনি প্রাথমিক চিকিৎসা দেন। পরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে শিশুটিকে তার মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে শিশুটির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় একটি কালভার্ট নির্মাণকাজ চলছে। সেখানে প্রতিটি ট্রেন কিছু সময়ের জন্য অপেক্ষা করে তারপর ধীরে ধীরে কালভার্টটি পার হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালামত উল্যাহ প্রথম আলোকে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিরা স্টেশনে আসার পর দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা পাথরে ট্রেনটির এক শিশুযাত্রী আহত হয়েছে। কাল বুধবার ওই এলাকায় দুষ্কৃতকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে।
তবে এ ব্যাপারে নিশ্চিত হতে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিনকে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।